১. অল্প বীজে আখ চাষ করা যায়।
২. অঙ্কুরোদগম ভালো হয়। ফলে জমিতে গ্যাপ হয় না।
৩. কুশির সংখ্যা বেশি হয়। ফলে মাড়াইযোগ্য আখ বেশি হয় পাওয়া যায়।
৪. ফলন বেশি হয়।
৫. আগাম পরিপক্কতা লাভ করে এবং চিনি আহরণের হার বেশি হয়।
৬. রোগ ও পোকার আক্রমণ কম হয়।




উন্নত প্রযুক্তিতে আখ চাষ ও গ্রামীণ জনজীবনে আখের গুরুত্ব
মোঃ আনোয়ার হোসেন, চারঘাট সাবজোন প্রধান, রাচিক।
১. অল্প বীজে আখ চাষ করা যায়।
২. অঙ্কুরোদগম ভালো হয়। ফলে জমিতে গ্যাপ হয় না।
৩. কুশির সংখ্যা বেশি হয়। ফলে মাড়াইযোগ্য আখ বেশি হয় পাওয়া যায়।
৪. ফলন বেশি হয়।
৫. আগাম পরিপক্কতা লাভ করে এবং চিনি আহরণের হার বেশি হয়।
৬. রোগ ও পোকার আক্রমণ কম হয়।




উপ-সহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা, রাজশাহী সুগার মিলস লিমিটেড। View all posts by ANWAR HOSSAIN