আগাম আখ চাষের সুবিধা

১. অল্প বীজে আখ চাষ করা যায়।

২. অঙ্কুরোদগম ভালো হয়। ফলে জমিতে গ্যাপ হয় না।

৩. কুশির সংখ্যা বেশি হয়। ফলে মাড়াইযোগ্য আখ বেশি হয় পাওয়া যায়।

৪. ফলন বেশি হয়।

৫. আগাম পরিপক্কতা লাভ করে এবং চিনি আহরণের হার বেশি হয়।

৬. রোগ ও পোকার আক্রমণ কম হয়।

ঝিকড়া গ্রামের আখ চাষি মোঃ মুশফিকুর রহমানের জমিতে আগাম আখ রোপণের জন্য নালা তৈরি
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মহোদয়ের আগাম আখ রোপণ পরিদর্শন।

Leave a Comment