আখের অন্তর্বর্তীকালীন পরিচর্যাঃ

১. আগাছা দমন।

২. উপরি সার ও কীটনাশক প্রয়োগ।

৩. সেচ প্রদান।

৪. রোগ ও পোকা দমন।

৫.গোড়ায় মাটি দেওয়া।

৬. ডিট্রাসিং (মরা পাতা পরিষ্কার) করা।

৭. পানি নিষ্কাশনের ব্যবস্থা করা ও

৮. ঝাড় বাঁধা।

Leave a Comment